চট্টগ্রামে সিরিজ বোমা হামলা দিবসে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ৯৬২৫ বার পড়া হয়েছে
সৈয়দ আবুল হাসনাত জিসান॥
ওমরগনি এমইএস কলেজ ছাত্রসংসদের ভিপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর নির্দেশনায় এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ মীর মোঃ সাহেদের নেতৃত্বে ছাত্রনেতা শামীম আজাদের সার্বিক তত্বাবধানে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট(বুধবার) সিরিজ বোমা হামলা দিবসে নগরীর জামালখান মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়।
এসময় বক্তারা বলেন ”জাতি কখনোই ভুলে যাবে না বিএনপি-জামাত জোট সরকারের কলঙ্কিত সেই সময়কে। ২০০১-২০০৫ সালের শাসনামলে খালেদা-নিজামী সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে যে পৃষ্ঠপোষকতা করেছিলো তা যেন স্মরণ রাখে দেশের মানুষ।
২০০৫ সালের এই দিনে ইতিহাসের ঘৃন্য বোমা হামলা হয় সারাদেশে একযোগে। বোমা হামলা এবং গ্রেনেড হামলায় তটস্থ করে রাখা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ছিলো বিএনপি-জামাত সরকার। দেশের জনগন বিএনপি জামাতকে কখনোই আর ক্ষমতায় চায় না।”
এসময় আরো উপস্থিত ছিলেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আহমেদ বাপ্পী , ইমতিয়াজ শাকিল, মোঃ মহিম আজম সহ প্রমুখ।