চকরিয়া-চিরিঙ্গা হাইওয়েতে লেগুনা ও পিকনিক বাসের সংঘর্ষ: ৪জন নিহত
- আপডেট সময় : ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৯৬২৮ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
মৃত্যু কার কখন হবে, একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত আহত ৮-জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র। এতে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর এসেছে।
সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয়- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।
তবে আহতদের পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। আহত হওয়া সকলকে চিকিৎসার জন্য চট্টগ্রাম ও চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।