প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১১:০৩ প্রিন্ট সংস্করণ
মুহাঃ আলহাজ্ব উদ্দিন শেখ:
শেরপুরে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা শাহানশাহে তরিকত বিশ্ব ওলি হরযত মাওলানা শাহছুফি খাজাবাবা ফরিদপুরী নক্সেবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ৪ দিন ব্যাপি এই মহা পবিত্র উরস শরীফ আজ থেকে শুরু।
বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী ( রঃ) ছাহেবের ওফাত দিবস স্মরনে বিশ্ব উরশ শরীফ তাঁর জন্মভূমি শেরপুরের পাকুরিয়ায় শেরপুর জাকের মঞ্জিলে ইসলামী সম্মেলন আজ শনিবার শুরু হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো শান্তিকামী মানুষ এ সম্মেলনে সমবেত হচ্ছে।
চারদিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের, যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিত অনুষ্টিত হয়।
পবিত্র উরস শরীফকে ঘিরে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরীর জন্মভুমি শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া আর্বিভাব মঞ্জিল দরবার শরীফে বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার জাকেরান ও আশেকানের ঢল নামে। ১৭ ফেব্রুয়ারী গত জুমায় এলাকার ধর্মপ্রাণ মুসলমান এবং জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ জাকের পার্টি ওলামাবৃন্দ জুমার নামাজ আদায় করেন।
এর মধ্য দিয়েই চারদিন ব্যাপী উরস শরীফের শুরু হয় এবং ২১ ফেব্রুয়ারী সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে উরস শরীফ শেষ হবে। এর আগে ২১ ফেব্রুয়ারী রাতে জাতির উদ্দেশ্যে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী বক্তব্য রাখবেন।
উরসকে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সুষ্টি হয়। উৎসবের আমেজে ছিলো পাকুড়িয়া ইউনিয়ন ও আশ-পাশের সব এলাকায়। জেলা ও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকার নারী-পুরুষ শিশু-কিশোর ও জাকের পাকুড়িয়া আর্বিভাব মঞ্জিল দরবার শরীফে এসে। নানা আয়োজন ঘুরে ফিরে দেখছেন। সে সাথে মুসলিম বিশ্বের অন্যতম মিলন-মেলার সুবিশাল আয়োজনে সর্বস্তরের পাকুড়িয়া এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশ-বিদেশে অনুরাগী ও অনুসারীদের মাঝে ব্যতিক্রমী শ্রদ্ধা ও ভালবাসা সঞ্চার করেছে।