প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩১:২৭ প্রিন্ট সংস্করণ
রিয়াজ উদ্দীন রিয়াদ, কক্সবাজার।
কক্সবাজার: উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের উত্তর নাপিতখালী বিটের এলাকায় অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার অভিযোগে। রেঞ্জে কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। ১০/০৯/২০২৩ খ্রিঃ রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহামেদ নেতৃত্বে,বিট কর্মকর্তা নুর মোহাম্মদের সহায়তায় একদল বন প্রহরী এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ঐ এলাকায় মাটির টিলা সমান করে বন বিভাগের জায়গায়র উপরে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন এক প্রভাবসালী ব্যক্তি।খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা স্টাপগণ সহ নির্মাণাধীন পাকা ঘর গুড়িয়ে দেন, এবং আসামিদের বিরুদ্ধে বন মামলা দায়ের করেন।এতে বিট কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন,নাপিত খালী বিট এলাকায় কোন ধরনের নতুন স্থাপনা করতে দেওয়া হবে না পরবর্তীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহামেদ জানান, এ অবৈধ স্থাপনার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।