আজ থেকে দেশব্যাপী জাকের পার্টির ইসলামী সম্মেলন শুরু

- আপডেট সময় : ০৫:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৯৭১৭ বার পড়া হয়েছে
জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরী (র:) ছাহেবের স্মরনে বিশ্ব উরস শরিফ -২০২৫ইং উপলক্ষে আজ থেকে সারাদেশে জাকের পার্টির ইসলামী সম্মেলন শুরু।
দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি এবং শান্তিকামী মানবতার ঐক্য কামনা করে দেশ জুড়ে জাকের পার্টির ইসলামী সন্মেলন আজ।
ইসলামী সন্মেলনে বিরাজমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত আদর্শের আলোকে সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে প্রগতিশীল বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করণের উপর গুরুত্বারোপ করা হবে।
সারাদেশে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এ সম্মেলন। সম্মেলনে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান, শান্তিকামী নারী-পুরুষ আশেকান-জাকেরান ভক্তরা উপস্থিত হবেন বলে জানিয়েছেন সম্মেলন কর্তৃপক্ষ ।
দেশব্যাপী এ সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জেকের-আজকার, মোরাকাবা-মোসাহেদা, ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।