ইডেন কলেজের নবীণ বরণ ২০ নভেম্বর

- আপডেট সময় : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ৯৬৪৯ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ইডেন মহিলা কলেজে ২০২১-২২ শিক্ষারবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ অধ্যক্ষ বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আমরা ইতিমধ্যে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ন করেছি। এ আয়োজনটা ছিলো কলেজের বিভাগগুলোর উদ্যোগে। বিভাগীয় পর্যায়ে এ আয়োজন শেষে নবীন শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান শুরু হয়েছে।
অধ্যাপক সুপ্রিয়া বলেন, বিভাগগুলোর একক আয়োজন শেষে আমরা বলেছিলাম একসঙ্গে সব বিভাগের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করবো। সেটিই আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্রী ডা. দীপু মনি। এছাড়া কলেজের সবগুলো বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর কলেজের বিভাগগুলোর নিজস্ব উদ্যোগে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। সে সময় বিভাগীয় প্রধানসহ বিভাগের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।