খুবিতে “আন্তঃ ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট ২০২২” এ চ্যাম্পিয়ান রসায়ন ডিসিপ্লিন

- আপডেট সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৩০ বার পড়া হয়েছে
আবির হাসান, খুবি প্রতিনিধি॥
খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন ডিসিপ্লিন।
আজ ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে দু’দলের কেউই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে রসায়ন ডিসিপ্লিন ৪-২ গোলের ব্যবধানে এমসিজে ডিসিপ্লিনকে পরাজিত করে।
খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন রসায়ন ডিসিপ্লিনের গোলকিপার আরিফ। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এমসিজে’র শিহাব। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে যৌথভাবে গোল্ডেন বুট পেয়েছেন এমসিজে’র শিহাব ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের গৌর মুন্ডা।
ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, তারুণ্য কোনো কিছু দমিয়ে রাখতে পারে না, সবকিছু জয় করে। জয় উল্লাস করতে শেখায়, আর হার থেকে অভিজ্ঞতা অর্জন হয়। অভিজ্ঞতা থেকেই আগামীর পথ নির্ধারণ করে নিতে হয়।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।