চন্দ্রপাড়া দরবারে উরস শরীফের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ সমাপ্ত
- আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১০৭৪৯ বার পড়া হয়েছে
রানা অর্নব-বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ্ ছুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশবন্দী মোজাদ্দেদীর (রাঃ) বার্ষিক উরস শরীফ ২০২৩ অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, লঞ্চ, ট্রলার যোগে কাফেলা করে লাখ লাখ আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ দরবার শরীফে এসে উপস্থিত হয়, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা রাত জিকির-আসকার, পীরের ওসিয়াত-নসিয়ত প্রচার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
৪ জানুয়ারী (বুধবার) বাদ ফজর পীরের রওজা মোবারক জিয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্যে বিশ্ব মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর-উত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়, আখেরি মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদিনশীন পীর শাহ্ ছুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল্ অয়রসী, উরস শরীফ উপলক্ষে দরবারে লক্ষাধিক এর বেশি লোকের সমাগম হয় বলে ধারনা করা হয়।
















