ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রবাস থেকে রাবি ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

ছাত্রবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় নগরীর অক্টোর মোড় এলাকাী ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর।

তিনি বলেন, ছাত্রাবাস থেকে আব্দুল কাদের নামের এক শিক্ষার্থীকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ এখন জানা যায়নি। মৃতদেহ হাসপাতালেই আছে। তাদের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে বাকি কাজ সম্পন্ন করা হবে।

মৃত শিক্ষার্থী এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। পরেরদিন সারাদিন দরজা খোলে নি। দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে অন্য ছেলেরা। কিন্তু সে দরজা না খুললে একপর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ফলে তৎক্ষনাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লাশের সুরতহাল করেছি এবং মৃত্যুর সঠিক কারণ উৎঘাটনের জন্য ময়নাতদন্তের প্রেয়ার করেছি। এছাড়া, ইডি মামলা করেছি।’

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রবাস থেকে রাবি ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

ছাত্রবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় নগরীর অক্টোর মোড় এলাকাী ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর।

তিনি বলেন, ছাত্রাবাস থেকে আব্দুল কাদের নামের এক শিক্ষার্থীকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ এখন জানা যায়নি। মৃতদেহ হাসপাতালেই আছে। তাদের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে বাকি কাজ সম্পন্ন করা হবে।

মৃত শিক্ষার্থী এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। পরেরদিন সারাদিন দরজা খোলে নি। দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে অন্য ছেলেরা। কিন্তু সে দরজা না খুললে একপর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ফলে তৎক্ষনাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লাশের সুরতহাল করেছি এবং মৃত্যুর সঠিক কারণ উৎঘাটনের জন্য ময়নাতদন্তের প্রেয়ার করেছি। এছাড়া, ইডি মামলা করেছি।’

http://এইচ/কে