ছিনতাইয়ের শিকার// রাবি শিক্ষার্থী সাদিয়া

- আপডেট সময় : ১২:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ৯৬৬১ বার পড়া হয়েছে
মনির হোসেন মাহিন – বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
বিশ্ববিদ্যালয়ের পাশেই ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বোটানি বিভাগের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টা ৪২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজলা এলাকায় জামরুল তলা এলাকার পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাদিয়া সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী সাদিয়ার ব্যাগে একটি স্মার্টফোন, ভিসা কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও নগদ দুই হাজার টাকা ছিলো।
ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া জানান, সন্ধ্যা ৫ টা ৪২ মিনিটে আমি বিশ্ববিদ্যালয় পাশে কাজলা এলাকা জামরুল তলা দিয়ে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ করে দ্রুতগতিতে মোটরসাইকেলে আসা দুজন লোক আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তারপর তাদের পিছু নিলে কিছুক্ষনের মধ্যেই তাদেরকে আর দেখতে পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আমার ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র ছিলো। ব্যাগে একটি স্মার্ট ফোন,, আমার ভিসা কার্ড, নগদ দুই হাজার টাকা ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছিলো। এ বিষয়ে মতিহার থানায় একটি জিডিও করছেন ভুক্তভোগী এ শিক্ষার্থী।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি জেনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ভিক্টিমদের ধরতে আমদের টিম অলরেডি কাজ করছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে বলেন, আমাদের কাছে ভুক্তভোগী শিক্ষার্থী এখনো অভিযোগ করেন নি। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা এ নিয়ে কাজ করবো বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও লাগাতার পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ও প্রায় দশটির অধিক সাইকেল চুরির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে। এখনো কোনো ছিনতাইকারীকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।