ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দেড় মাসেও সমাধান না পেয়ে উর্দু বিভাগে ফের তালা দিলেন শিক্ষার্থীরা | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৯৬১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

দেড় মাসেও ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে ফের বিভাগে তালা দিয়ে আন্দোলন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।

রোববার (১৬ অক্টোবর ) দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান ও অফিস কক্ষে তালা দেয়। পরবর্তীতে তারা একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, পুনর্মূল্যায়ন করে দ্রুত ফলাফাল প্রকাশ, ফল বিপর্যয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের শাস্তি, পরবর্তীতে পরীক্ষা কমিটি থেকে অভিযুক্ত শিক্ষকদের বাদ দেওয়া এবং ছাত্রবান্ধব বিভাগ সৃষ্টি করা।

বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর কাঙ্খিত ফল না পেয়ে ওইদিনই সকল শিক্ষার্থী সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে ফল পুনর্মূল্যায়নের দাবি জানান। ঘটনাস্থলে গিয়ে ছাত্র উপদেষ্টা তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনদিন পর শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টার কাছে গেলে তিনি এক সপ্তাহ সময় নেন।

আন্দোলনরত আরিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, চারবার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যাগুলোর সমাধান দিতে পারেননি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিলো যে, আমাদের সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার ডেট দেওয়া হবেনা। কিন্তু আজকে আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা ফের আন্দোলন নেমেছি।

তিনি আরও বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিভাগে কোনো একাডেমিক কার্যকর্ম চলবে না।

নিজেদের ব্যর্থতা স্বীকার করে বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, আমরা কয়েকদফা সময় নিয়েও বিভিন্ন কারনে সমস্যাগুলোর সমাধান করতে পারিনি। তবে, এখন এবিষয়ে আলোচনা করতে ছাত্র উপদেষ্টা দপ্তরে আছি।

জানতে চাইলে ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, বিষয়টির সমাধান করতে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেড় মাসেও সমাধান না পেয়ে উর্দু বিভাগে ফের তালা দিলেন শিক্ষার্থীরা | ক্যাম্পাস

আপডেট সময় : ১২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

মনির হোসেন মাহিন:

দেড় মাসেও ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে ফের বিভাগে তালা দিয়ে আন্দোলন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।

রোববার (১৬ অক্টোবর ) দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান ও অফিস কক্ষে তালা দেয়। পরবর্তীতে তারা একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, পুনর্মূল্যায়ন করে দ্রুত ফলাফাল প্রকাশ, ফল বিপর্যয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের শাস্তি, পরবর্তীতে পরীক্ষা কমিটি থেকে অভিযুক্ত শিক্ষকদের বাদ দেওয়া এবং ছাত্রবান্ধব বিভাগ সৃষ্টি করা।

বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর কাঙ্খিত ফল না পেয়ে ওইদিনই সকল শিক্ষার্থী সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে ফল পুনর্মূল্যায়নের দাবি জানান। ঘটনাস্থলে গিয়ে ছাত্র উপদেষ্টা তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনদিন পর শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টার কাছে গেলে তিনি এক সপ্তাহ সময় নেন।

আন্দোলনরত আরিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, চারবার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যাগুলোর সমাধান দিতে পারেননি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিলো যে, আমাদের সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার ডেট দেওয়া হবেনা। কিন্তু আজকে আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা ফের আন্দোলন নেমেছি।

তিনি আরও বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিভাগে কোনো একাডেমিক কার্যকর্ম চলবে না।

নিজেদের ব্যর্থতা স্বীকার করে বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, আমরা কয়েকদফা সময় নিয়েও বিভিন্ন কারনে সমস্যাগুলোর সমাধান করতে পারিনি। তবে, এখন এবিষয়ে আলোচনা করতে ছাত্র উপদেষ্টা দপ্তরে আছি।

জানতে চাইলে ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, বিষয়টির সমাধান করতে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।