রাবির সাথে বিআরআইসিএম’র/ সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপডেট সময় : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬১৯ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিআরআইসিএম’র মহাপরিচালক ড. মালা খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড.শামস মুহা. গালিব, বিআরআইসিএম’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. প্রণব কর্মকার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান রাজুসহ বিআরআইসিএম’র সংশ্লিষ্ট অন্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে, বিআরআইসিএম’র মহাপরিচালক ড. মালা খান বিশ্ববিদ্যালয়ের বায়োলজিকাল সায়েন্স ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিলেশন বিটুউইন একাডেমিয়া রিসার্চ এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।
এইচ/কে