• ক্যাম্পাস

    এবারও জবিতে হবে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৩:১৮:২৬ প্রিন্ট সংস্করণ

    জবি প্রতিনিধি।

    বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করে নিতে এবারও নানা আয়োজন হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ১৪ এপ্রিল শুক্রবার বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখকে যথাযথ মর্যাদায় উদযাপন করে নতুন বছর কে বরণ করে নেওয়ার লক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঐদিন দিনব্যাপী নানা আয়োজক হাতে নেওয়া হয়েছে।

    ৬ এপ্রিল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

    অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ৯ টা ৩০ মিনিটে মঙ্গল শুভাযাত্র যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এসে শেষ হবে। মঙ্গল শুভাযাত্রায় অংশ নিবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক এবং অভ‍‍্যর্থনা কমিটির সদস‍্যবৃন্দু সহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সদস্যবৃন্দু।

    এরপর সকল ১০টা থেকে দুপুর ১২ টি পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নট‍্যকলা বিভাগের আয়োজনে একটি নাটক মঞ্চস্থ হবে।

    এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী , শিক্ষক , কর্মকর্তা এবং কর্মচারীকে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ