ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

যে সব কারণে রোজা ভঙ্গ হবে না-এবং মাকরূহ হবে না

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৯৬২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাওলানা সাদ্দাম হোসেন ইকবাল।

ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। (বুখারি শরিফ ১/২৫৯)

অনিচ্ছাকৃত বমি হলে, এমনকি মুখ ভরে হলেও,রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না।
(তিরমিজি ১/১৫৩)

রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না। তবে রোজা স্মরণ হওয়ামাত্র পানাহার ছেড়ে দিতে হবে।
(মুসলিম ১/২০২)

দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না। (শামি ৩/৩৬৭)

কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভাঙবে না।
(হিন্দিয়া ১/২০২)

তবে, দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে (হিন্দিয়া ১/২০২)

অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। (হিন্দিয়া ১/২০৩)

কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। (হিন্দিয়া ১/২০৩)

ঘাম অথবা চোখের অশ্রুর দু-এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায়, তাহলে রোজা নষ্ট হবে না।(হিন্দিয়া ১/২০৩)

রোজা অবস্থায় আতর বা ফুলের। রোজা ভাঙবে না [দুররে মুখতার ৩/৩৬৬]।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে সব কারণে রোজা ভঙ্গ হবে না-এবং মাকরূহ হবে না

আপডেট সময় : ০৬:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

মাওলানা সাদ্দাম হোসেন ইকবাল।

ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। (বুখারি শরিফ ১/২৫৯)

অনিচ্ছাকৃত বমি হলে, এমনকি মুখ ভরে হলেও,রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না।
(তিরমিজি ১/১৫৩)

রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না। তবে রোজা স্মরণ হওয়ামাত্র পানাহার ছেড়ে দিতে হবে।
(মুসলিম ১/২০২)

দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না। (শামি ৩/৩৬৭)

কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভাঙবে না।
(হিন্দিয়া ১/২০২)

তবে, দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে (হিন্দিয়া ১/২০২)

অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। (হিন্দিয়া ১/২০৩)

কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। (হিন্দিয়া ১/২০৩)

ঘাম অথবা চোখের অশ্রুর দু-এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায়, তাহলে রোজা নষ্ট হবে না।(হিন্দিয়া ১/২০৩)

রোজা অবস্থায় আতর বা ফুলের। রোজা ভাঙবে না [দুররে মুখতার ৩/৩৬৬]।