সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৯৮৩৪ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,তিনি বলেন ,ঈমাম অর্থ নেতা বিষয় একটাই কিন্তু আমাদের সমাজে বিভক্তি আছে আর এসব বিভক্তি আসে অর্থ না বুঝার কারণে। তারা যেই ইসলাম চর্চা করে তা বিভক্তির ইসলাম যদি সত্য ইসলাম পেতে চান কামেল মোকাম্মেল ওলী আল্লাহ্ র কাছে যেতে হবে।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট সরকারি তিতুমির কলেজের সাবেক সাধারণ সম্পাদক এম. হাবিবুর রহমান সিদ্দিকী বলেন , জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল । কুরবানী হল আত্ম ত্যাগের , উৎসর্গের প্রিয় বস্তুকে কুরবানী করা।
মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সদস্য আসাদুজ্জামান রানা তিনি বলেন , জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রীক দল নয় , জাকের পার্টি আদর্শ কেন্দ্রীক দল। মিথ্যা ধ্বংস হবে আর সত্যের বিজয় অবশ্যম্ভাবী।
কুরবানীর আরও বিভিন্ন দিক আলোকপাত করেন যুগ্ম মিশন সদস্যরা।
এসময় সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের থানা/উপজেলা/পৌরসভা ও ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম রবি মিশন প্রধানের বক্তৃতায় বলেন , বর্তমান আলেম ওলামা বেদাত বেদাত বলে। বেদাত কাকে বলে? কত প্রকার? তা বলে না। বেদাত দুই প্রকার বেদাতে হাছানা , বেদাতে ছায়া। রাসুলুল্লাহ (সা.) এর জীবন দশায় যা ছিল না পরবর্তী জামানায় আছে তাই বেদাত।
তিনি আরও বলেন , কোনো মুফতী মোহাদ্দেস হোসাইনী ইসলামের , হত্যার বদলা নেওয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করে না। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ শূফি খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেব জাকের পার্টি প্রতিষ্ঠা করছেন এবং বলেছেন জাকের পার্টির মাধ্যমেই হোসাইন হত্যার বদলা নেওয়া হবে।
এসময় তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
















