• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    রোদ-বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন আতিক উল্লাহ

      প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ১:৫৬:২২ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    বৃষ্টিতেও থামানো যাচ্ছে না কক্সবাজার পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ। প্রতিটি ওয়ার্ডে, এলাকায় ও ঘরে ঘরে চলছে এরকম উৎসব।

    বৃহস্পতিবার(০৮ জুন) সকাল থেকে ১নং ওয়ার্ডস্থ উত্তর কুতুবদিয়া পাড়ায় বৃষ্টিতেও গণসংযোগ করেন ১নং ওয়ার্ডের জনগণের মনোনীত ব্ল্যাকবোর্ড প্রতীকের কাউন্সিলর প্রার্থী আতিক উল্লাহ কোম্পানী। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সালাম এবং প্রার্থনা করছেন ভোট।

    আতিক উল্লাহ কোম্পানী ৯০ শতাংশ ঘরে উঠান বৈঠকের মাধ্যমে পৌঁছানোর তার্গেট নিয়ে প্রচারণায় নেমেছেন। যেটি প্রচার-প্রচারণা বন্ধের আগে শেষ করতে চান। এবং যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে সরেজমিনে গিয়ে সেখানকার সমস্যা চিহ্নিত করে সমাধান করার জন্য এ প্রয়াস বলে জানানো হয়।

    গণসংযোগকালে আতিক উল্লাহ কোম্পানী ব্ল্যাকবোর্ড মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি কাউকে শোষণ করবেন না, অত্যাচার করবেন। তিনি খাদেম হয়ে সেবা দিতে চান জয়ী হলে।

    নির্বাচনের বাকি মাত্র ৪ দিন। এর আগে শেষ পর্যায়ের প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ