প্রতিনিধি ১ মে ২০২৩ , ২:১৮:৫২ প্রিন্ট সংস্করণ
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নজর পড়েছে বাংলাদেশের উপড়। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। পাক ভারত পারমানবিক যুদ্ধ বাধাতে চায়।
রাতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে জাকের পার্টির ইসলামী মহা সন্মেলনে তিনি এ সব কথা বলেন। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেবের ওফাত দিবস স্মরনে এ মহা সন্মেলনের আয়োজন করা হয়।
সন্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীর দোসরদের তর সয় না।
মীর জাফর, মীর সাদেক,ঘষেটি বেগমদের মতো এরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা সরকারকে হঠাতে চায়।যদি তারা সফল হতে থাকে, তাহলে জাকের পার্টি ঢাকাকে অবরুদ্ধ করবে।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারকে তারা উৎখাত করতে চায়। এরা ইয়াহিয়া, ভুট্টুর প্রেতাত্মা। তারা বাংলাদেশকে অকার্যকর করে পাকিস্তানের মতো দেউলিয়া করতে চায়। আমরা নজর রাখছি।
জাকের পার্টি চেয়ারম্যান সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা আপনার পাশে আছি। জাকের পার্টি গরীব, দুঃখী মেহনতি মানুষের পার্টি। আমাদের অর্থ থাকলে এমন সংখ্যক লোক আমরা ঢাকায় আনতে পারতাম, যে ঢাকা শহরে জায়গা দেয়া যেতো না।
লাখো মানুষের “ফয়সল ভাই, ফয়সল ভাই” শ্লোগান ধ্বনীর গর্জনের মধ্যে মোস্তফা আমীর ফয়সল বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে প্রয়োজনে ঢাকায় জনসমুদ্র তৈরি করা হবে। আমরা ক্ষমতালোভী নই। দেশ ও জাতি আমাদের কাছে বড়। ক্ষমতা আমাদের কাছে বড় নয়। তাই আমাদের ষড়যন্ত্রের প্রয়োজন নাই।
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখবো। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী পাকিস্তানকে দিয়ে ভারত আক্রমণের উস্কানি দিচ্ছে। তারা পারমানবিক বোমার বিস্ফোরণ চায়। এরপর চীনকে ধ্বংস করতে চায়। তারা চায় এশিয়ানরা ধ্বংস হয়ে যাক।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টি জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আমি শতভাগ মুসলমান। শতভাগ বাঙালি।
ড. সায়েম আমীর ফয়সল দেশের উন্নয়নে তরুনদের এগিয়ে আসার আহবান জানান। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অথনৈতিক সুষম বন্টনের লক্ষ্যে বঙ্গবন্ধু যেমন প্রাদেশিক সরকারের কথা বলেছিলেন, তা অনুসরণ করে প্রাদেশিক সরকার পদ্ধতি ছাড়া আর কোন বিকল্প পথ নেই।
মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।