ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট
- আপডেট সময় : ০৪:০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১০০৭০ বার পড়া হয়েছে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টায় শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের তথ্য দিয়ে, টোকেনের মাধ্যমে মুঠোফোন ও ব্যাগ রাখার ব্যবস্থা, বিনা মূল্যে পানি, কলম দিয়ে সহযোগিতা করেছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট । পরীক্ষার্থীদের বাইকে করেও নির্ধারিত ভবনে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিশ্ববিদ্যালয় চত্বরে আসতে শুরু করেন। তাঁদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর পক্ষ থেকে বুথ করা হয়েছে।
পরীক্ষা শুরুর আগে সকাল ১১টার দিকে দেখা গেল, একাই পরীক্ষা দিতে এসেছেন একজন। সিট কোথায় পড়েছে, তা জানতে চাইলেন। স্বেচ্ছাসেবক হিসেবে থাকা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর পক্ষথেকে সেখানে দায়িত্বে থাকা সদস্যরা জানালেন, তাঁর সিট গণিত ভবনে। ওই পরীক্ষার্থীকে জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সদস্যরা সাথে করে নিয়ে পরিক্ষার হল রুমে পৌঁছে দেয়।
কার্যক্রমটি পরিচালনা করেন: জাকের পার্টি ছাত্রফ্রন্ট তিতুমীর কলেজ শাখা। এসম উপস্থিত ছিলেন: (এম হাবিবুর রহমান সিদ্দিকী – প্রস্তাবিত সভাপতি)(মো: রেজাউল করিম রেজা ভাই -সাবেক সভাপতি) (নুরুল ইসলাম নাহিদ – সাধারণ সম্পাদক) (আশরাফুল ইসলাম – সাংগঠনিক সম্পাদক) (বাহারুল ইসলাম বাহার – সহ অর্থ সম্পাদক) (সম্রাট – কার্যকরি সদস্য) (সচিন-সদস্য সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















